নর্থ ব্রিজ ও সাউথ ব্রিজের কাজ কী?
সিস্টেমে চিপসেটকে
দুটি প্রধান অংশ ভাগ করা যায়-নর্থ ব্রিজ ও সাউথ ব্রিজ। নর্থ ব্রিজ সিপিউ – এর ফ্রন্ট
সাইড বাসকে ডির্যাম বাস, এজিপি গ্রাফিক্স বাস এবং সাউথ ব্রিজের সাথে যুক্ত করে।
সাউথ
ব্রিজের কার্য়ক্রম শুধু এক্সটারনাল ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ । এটি সিস্টেমের
IDE,ISA, USB, বাস কানেক্টর নিয়ন্ত্রন করে । ব্রিজ বলতে এখানে এমন একটি ডিভাইসকে বুঝানো
হয়েছে , যা একই সাথে একাধিক মেমোরি বাসকে সংযুক্ত করতে পারে ।
বর্তমানে
মাদারর্বোড প্রযুক্তিন উন্নতি কারনে ভেন্ডরগণ প্রয়োজন নর্থ- সাউথ ব্রিজকে অপরিবর্তিত
রেখে কেবল সাউথ ব্রিজকে আপডেট করতে পারবে। তবে ,
ইন্টেল নর্থ ব্রিজকে উন্নয়ন করে হাব
হিসেবে ৮০০ সিরিজের মাদারর্বোড স্থাপন করেছে । এরই ধারাবাহিকতা ইন্টেল নর্থ ব্রিজকে মেমোরি কন্ট্রোল হাব এবং সাউথ ব্রিজকে
ইনপুট/আউটপুট হাব হিসেবে নাম পরিবর্তন করেছ্ । নামে পরিবর্তন আসলেও ইন্টেলের চিপসেটে এদের ফাংশন কিন্তু একই । চিপসেটের
ডিজাইন বেশ জটিল এবং ব্যয়সাধ্য হওয়ায় গুটি কয়েক প্রতিষ্ঠান চিপসেট প্রস্তুত করেছে।
বিশ্বখ্যাত প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল পেন্টিয়ামের জন্য নির্দিষ্ট চিপসেট তৈরি কর্ । তাই
ইন্টেল প্রসেসর সাথে চিপসেটের মাদারবোর্ডের কম্পাটিবিলিটি নিয়ে এখনো পযর্ন্ত কোন প্রশ্ন
উঠেনি। আবার ,,,কম্বিনেশন যুক্ত পিসিতে সিস্টেমের সমস্যাও কম।
Post a Comment