ওয়েব ডিজাইন কেন করবেন?!


ওয়েব ডিজাইন বিভিন্ন পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে মোটামুটি কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট ব্যবহার করে করা হয়ে থাকে আবার শুরুতে ফটোশপ ব্যাবহার করে প্রথমে এটার ঘটন নির্ধারণ করা হয়ে থাকে এদের মধ্যে বহুল ব্যবহৃত গুলো নিচে আলোচনা করা হল
ওয়েব ডিজাইন হচ্ছে একটি পরিপূণ্য ওয়েব করা ওয়েবটাকে আকর্ষণীয়ভাবে গড়ে তোলা,,,,যাতে মানুষের বা ব্রাউসার কেরবে যারা তাদের কাছে আকর্ষণীয় করার জন্য ওয়েব ডিজাইন করা লাগে এবং কি পোস্ট গুলো কে সুন্দরভাবে সাজানো করাকে ওয়েব ডিজাইন বলে,,,,,,,,,,,,,,,,,,,,,,,এটি সকল ভির্উস এরদের চোখে যাতে ‍সুন্দর লাগে তার জন্য এবং কি নতুন নতুন পোস্ট করা লাগে প্রতি নিয়ত কাজ করা লাগে তবে ভির্উয়ারস বাড়ে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
এবং কি
(HTML): HTML

একটি মার্কআপ ভাষা ব্রাউজার কোন একটা সাইটের ভিউয়ার যা দেখতে পায় তা এইচটিএমএল দিয়ে নির্ধারণ করা হয়ে থাকে এটি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং যেকোনো প্রোগ্রামিং থেকে অনেক সহজ এটা এতটাই সহজ যে যেকোনো সাধারন মানুষ যে প্রোগ্রামিং শিখতে চায় না, সেও হাসির ছলে ছলে HTML শিখে নিতে পারে যেমন আমরা যদি কোন 

একটা প্যারাগ্রাপ প্রদর্শন করতে চাই তখন এমন লিখতে হয়



বিস্তারিত জানতে সাথে থাকুন,,,

No comments