মাদারর্বোড বলতে কী বুঝায়?!
মাদারর্বোড বলতে,
কম্পিউটারের বিভিন্ন র্কাড বা ডিভাইসগুলো কেসিং এর অভ্যন্তরে যে ইলেকট্রনিক সার্কিট
বোর্ডে গাথাঁনো হয় বা সংযোগ করা হয় উক্ত ইলেকট্রনিক সার্কিট বোর্ড মাদারর্বোড বলে।,,,,,,,,,,,,,,,,,
মাদারর্বোডকে
মেইনবোর্ডও বলে। কম্পিউটারের মাদারবোর্ডকে মেইনর্বোড বা সিস্টেম বোর্ডও বলে। মাদারবোর্ডকে
কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশ বা ডিভাইসের সংযোগক্ষেত্র বা মিলনস্থল বলা হয়।
বিস্তারিত জানতে
সাথে থাকুন
Post a Comment