বিভিন্ন প্রকার রিলেশন নাম গুলো কী?!
বিভিন্ন প্রকার
রিলেশন নাম গুলো হচ্ছে! ডাটা টেবিলের মধ্যে রিলেশন চার প্রকার হতে পারে। যথা-
১। ওয়ান টু ওয়ান
রিলেশন
২। ওয়ান টু ম্যানি
রিলেশন
৩। ম্যানি টু
ওয়ান রিলেশন
৪। ম্যানি টু
ম্যানি রিলেশন।
ওয়ান টু ওয়ান রিলেশনঃ যখন দুটি ডাটাবেসের মধ্যে রিলেশন স্থাপন
করা হয় এবং কোন ডাটাবেসের একটি রেকর্ডের জন্য অন্য ডাটাবেসের কেবল একটি রেকর্ড থাকে
তখন তাকে ওয়ান টু ওয়ান রিলেশনশীপ বলে।কোনো বেসিক ডাটাকে যখন ভেঙ্গে আলাদা আলাদা ডাটাবেসে
সংরক্ষণ করা হয় তখন ওয়ান টু ওয়ান রিলেশন প্রতিষ্ঠা প্রয়োজন হয়।
ওয়ান টু ম্যানি রিলেশনঃ এ পদ্ধতিতে কোন ডাটাবেসের একটি রের্কড
অন্য ডাটাবেসের একাধিক রের্কডের সোথে সর্ম্পক রক্ষা করে। অর্থাৎ কোন ডাটাবেসের একটি
রেকর্ডের জন্য অন্য ডাটাবেসের একাধিক ম্যাচিং রেকর্ড থাকতে পারে।
ম্যানি টু ওয়ান রিলেশনঃ এটি ওয়ান টু ম্যানি রিলেশনশীপের বিপরীতে।এ
ক্ষেত্রে প্যারেন্ট ডাটাবেসে একাধিক রেকর্ডের বিপরীতে চাইল্ড ডাটাবেসে কেবল একটি ম্যাচিং
রেকর্ড থাকতে পারে।
ম্যানি টু ম্যানি রিলেশনঃ দুটি ডাটাবেসের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক
ম্যাচিং রেকর্ড থাকে তখন তাকে ম্যানি টু ম্যানি রিলেশন বলে। এ ক্ষেথে ধরা একটি ডাটাবেসের
কোন রেকর্ডের জন্য অপর ডাটাবেসের একাধিক ম্যাচিং রেকর্ড থাকতে পারে।
Post a Comment