রিলেশন তৈরির সুবিধা কী?



রিলেশন হচ্ছে একাধিক ডাটা টেবিলের মধ্যে সর্ম্পক স্থাপন করে অনেক সুবিধা পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল-
·     ১    বিপুল পরিমান ডাটাকে ইচ্ছামত উপস্থাপন করা সহজ হয়।
·     ২    অসংখ্য ডাটা টেবিলের ডাটা খুব সহজে নিয়ন্ত্রন করা যায়।
·     ৩    ডাটা সটিং ও সার্চিং সহজ হয়।
·     ৪    বিপুল পরিমান ডাটা নিয়ে করা যায়।
·     ৫    ডাটা এন্ট্রি সহজ ও সংক্ষেপ হয়।
·     ৬    কম মেমরি ব্যবহারের প্রেয়োজন হয়।
·      ৭   ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট সহজ হয় ইত্যাদি।

No comments