“প্রিন্টারের পাওয়ার আসে, কিন্তু প্রিন্ট হয় না”- সমস্যার কারন?!ও সমাধান,!?


প্রিন্টারের পাওয়ার আসে, কিন্তু প্রিন্ট হয় না এর কারনঃ


১। প্রিন্টারে পোর্টটি খারাপ হতে পারে।
২। প্রিন্টারের ডাটা ক্যাবলটি সঠিকভাবে প্রিন্টারের সাথে অথবা প্রিন্টারের পোর্টের সাথে সংযুক্ত নাও হতে পারে।

৩। প্রিন্টারের ডাটা ক্যাবলটি খারাপ হতে পারে।
৪।  পিন্টারটি ক্রুটিযুক্ত হতে পারে।

সমাধানঃ

  •  প্রথমে প্রিন্টারের ডাটা ক্যাবলটি প্রিন্টারের সাথে এবং কম্পিউটারের প্রিন্টার পোর্ট এর সাথে সঠিকভাবে সংযোগ দেয়া আছে কিনা , তা পরীক্ষা করে নিতে হবে।
  •  প্রিন্টার ডাটা ক্যাবলটি ক্রুটিযুক্ত কিনা, তা পরীক্ষা করে দেখতে হবে । এজন্য একটি ভাল প্রিন্টার ক্যাবল ব্যবহার করতে হবে।

  •  প্রিন্টার পোর্টটি খারাপ কিনা, তা পরীক্ষা করতে হবে। এ কারনে প্রিন্টারটি অন্য একটি কম্পিউটারের সাথে সংযোগ করে প্রিন্ট করার চেষ্টা করতে হবে। যদি প্রিন্ট হয়, তবে প্রিন্টার এবং পোর্ট ঠিক আছে।


2 comments:

  1. আমার পিন্টার একটা হলুদ লাইট জ্বলে আছে যার কারষে পিন্ট দেওয়ার পরও প্রিন্ট নিচ্ছেনা।
    যদি কোন সমাধান ক্লু দিতেন।

    ReplyDelete