একটি রের্কড প্রিন্ট করার পদ্ধতি বর্ণণা করা হলো?!

কোন রেকর্ড প্রিন্ট করতে চাইলে রির্পোট তৈরির করার পর এটি প্রদর্শন করে প্রিন্ট করতে হয়। এজন্য প্রথমে কাঙ্ক্ষিত রেকর্ডের রির্পোটি অপেন করে এটি প্রদর্শন করে ফাইল মেনুস্হ প্রিন্ট কমান্ড ব্যবহার করে সহজেই যে কোন রেকর্ড প্রিন্ট করা যায়।

ধরা যাক, 
         College ডাটাবেসের Student ডাটা টেবিলের তথ্যসমূহের রির্পোট প্রিন্ট করতে হবে।এজন্য নিচের ধাপগুলো অণুসরণ করতে হবে।
College ডাটাবেজের Student ডাটা টেবিলের তথ্যসমূহের রির্পোট তৈরি করে এটি প্রিন্ট করার জন্য  নিচের ধাপগুলো অণুসরণ করতে হবে।


১.প্রিন্টারের সাথে কম্পিউটারে ডাটাক্যাবল দিয়ে সংযোগ প্রদান করতে হবে।
২.এরপর প্রিন্টারে কাগজ স্হাপন করে পাওয়ার সংযোগ দিয়ে প্রিন্টারটি চালু (ON)করতে হবে,
৩.ফাইল মেনুস্হ প্রিন্ট অপশনে ক্লিক করে OK প্রিন্ট বাটনে ক্লিক করলেই রির্পোটটি প্রিন্ট হবে।

No comments