ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কী??


ইন্টারনেটের অনেকগুলো সেবার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো একটি অন্যতম বহুল ব্যবহার হয় ও জনপ্রিয় সেবা। একে সংক্ষেপে WWW বা  শুধু ওয়েব ও বলা হয় ।
 ওয়েব হলো একটি আর্ন্তজাতিক তথ্য ভান্ডার, যার তথ্যগুলো ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটারসমূহে ছড়ানো-ছিটানো থাকে।

বিশ্বব্যাপি কম্পিউটার নেটওয়ার্কিন প্রক্রিয়া তথ্যসমূহকে একে অপরের সাথে সংযোগ সাধনের জন্য Hypertext গুরুত্বপূর্ন্য ভুমিকা পালন করে । Hypertext এর কী-ওয়ার্ড  এবং পয়েন্টার বা লিংকসমূহকে চিহ্নিত করার জন্য বিশেষ ধরনের  সাংকেতিক ভাষা ব্যবহ্নত হয়। 

এ ভাষাকে Hypertext Markup Language বা HTML বলা হয়। HTML এর জন্য সাহায্য সূচিত ও লিখিত ডকুমেন্ট বা ফাইলকে ওয়েব পেজ বরা হয়। ইন্টারনেট  সংযুক্ত  কোন  কম্পিউটার HTML কর্তৃক সূচিত এবং মাল্টিমিডিয়া সমৃদ্ধ অনেকগুলো ওয়েব পেজ সংরক্ষন করতে পারে।

এ কম্পিউটারকে ওয়েব সার্ভার বা ওয়েব সাইট বলা হয় । আর Hypertext লিংকের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত  সকল ওয়েব সাইটকে একত্রে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। যেহেতু ওয়েব সাইটগুলো মাকড়শার জালের ন্যায় বিশ্বব্যাপি বিস্তৃত, তাই এরুপ নামকরণ করা হয়েছে।

No comments