ডাটা টাইপ কী?


আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ডাটা নিয়ে কাজ করতে হয়। এজন্য ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিক প্রয়োজনে ডাটাবেসের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।
 আর ডাটাবেস মানেই হল বিভিন্ন রকমের অসংখ্য ডাটার সমাহার । বিভিন্ন ধরনের ডাটাকে প্রয়োগ বা ব্যবহার অনুসারে কতগুলি শ্রেনিতে বিভক্ত করা হয়। ডাটার এই বিভিন্ন প্রকৃতি বা ধরনগুলোকে ডাটা টাইপ বা উপাত্তের ধরন বলা হয়। মাইক্রোসফট এক্সেসে ডাটাবেস তৈরির করার সময় কোন  ফিল্ডে কি ধরনের ডাটা জমা থাকবে তা নির্ধারন করে দিতে হয়। ডাবেস প্রোগ্রামে ডাটার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। যে-কোন ডাটা এন্ট্রি করা যায় না। যেমন-অক্ষর বা বর্ণ  জাতীয় ডাটার জন্য টেক্সট,অঙ্ক বা সংখ্যা জাতীয় ডাটার জন্য নম্বর ইত্যাদি। 

বিস্তারিত জানতে সাথে থাকুন

No comments